
আমি একটি সকাল চাই,
পরিশুদ্ধ, স্নিগ্ধ, পবিত্র সকাল
আমি দেখতে চাই সে সকালের আলো,
আমি চাই সে সকাল হোক শুধুই আমার।
সে সকালে আমি ভুলতে চাই সকল পুরাতন, নকল আর বহূরুপিতা!
ভুলতে চাই তাকে, তোমাকে, তোমাদের আর আমার যা কিছু পুরাতন।
স্নিগ্ধ জলের তল থেকে উঠে আসা, আলোর রশ্নি মুছে দিয়ে যাক
আমার সকল পিছুটান, সকল অক্ষমতা।
দয়া কর প্রভু আমায় একটি সকাল দাও, আমায় একবার সুযোগ দাও আমাকে আমার মত গড়তে।
স্বত্ব ও দায় লেখকের…
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More