১৮ দলের ডাকা টানা ৩৬ঘন্টা হরতালের ২য় দিন পিকেটিং করার সময় গত মঙ্গলবার আওয়ামী নেতা আজাহার মোড়লের অস্ত্রের গুলিতে কালাম ও রাজু গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বুধবার বিকাল ৪টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুকদাড়া নামক স্থানে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন যুবদল নেতা টোক। প্রতিবাদও বিক্ষোভ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি এর সাহ-সম্পাদক অধ্যক্ষ আলী রেজা বাবু।
এ সময় আলোচনায় অংশ নেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ অহিদুজ্জামান দিপু, জেলা জামাতে ইসলামের সাধারন সম্পাদক এ্যাডঃ মাওলানা আঃ ওদুদ, মেহেবুবুল হক কিশোর, মোজাফ্ফার রহমান আলম, রেজাউল করিম, তৈয়বুর রহমান, শরিফুল কামাল করিম, শেখ আকরাম হোসেন,সুজাউদ্দিন মোল্লা সুজন, ইফতেকার আহম্মদ পলাশ, সিরাজ, রিপন শেখ প্রমুখ।
প্রতিবাদে বক্তারা জানান, এভাবে গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যাবেনা। সভা থেকে বক্তারা ৭২ ঘন্টার মধ্যে আজাহার মোড়লকে গ্রেপ্তারের জোর দাবি জানান।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More