প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / কচুয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারপিটে, দোকানীদের অর্ধবেলা ধর্মঘট পালন

কচুয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারপিটে, দোকানীদের অর্ধবেলা ধর্মঘট পালন

বাগেরহাটের কচুয়া উপজেলায় এক ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় উপজেলার সকল দোকান বন্ধ রেখে অর্ধবেলা ধর্মঘট করেছে ব্যবসায়ীরা।

বাগেরহাটের কচুয়া উপজেলা সদরে ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় তাকে মঙ্গলবার রাতে মারধর করেছে রিপন সিকদার নামে এক মাদক সন্ত্রাসী।

এ ঘটনায় উপজেলা সদরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ধর্মঘট শুরু করে ব্যবসায়ীরা। পরে উপজেলা প্রশাসন অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে ১২ টার পর ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

জানা যায়, মাদক সন্ত্রাসী রিপন শিকদার মঙ্গলবার রাতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় বাজারের মুদি দোকানী  রুপংকার সাহাকে মারপিট করে আহত করে।

প্রতিবাদে বুধবার সকালে মালিক সমিতি কচুয়ার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে ধর্ঘঘট শুরু করে।

খবর পেয়ে বেলা ১২টার দিকে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম ও কচুয়া থানার ওসি জিজি বিশ্বাস ঘটনাস্থলে  এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

About ইনফো ডেস্ক