প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ৩ দিন ব্যাপি বিজ্ঞান মেলা শুরু

বাগেরহাটে ৩ দিন ব্যাপি বিজ্ঞান মেলা শুরু

সুমন বিশ্বাস, বাগেরহাট:
‘আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই একদিন বড় বিজ্ঞানী হবে’ কথাটা শোনার পর পরই প্রায় ২০০ শিক্ষার্থীর তুমুল করতালিতে ভরে উঠল বাগেরহাট স্বাধীনতা উদ্যান চত্বর। বলছিলেন বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন।

ক্ষুদে বিজ্ঞানীদের স্টল পরিদর্শন করছেন অতিথিবৃন্দ। ছবি-সুমন বিশ্বাস
ক্ষুদে বিজ্ঞানীদের স্টল পরিদর্শন করছেন অতিথিবৃন্দ। ছবি-সুমন বিশ্বাস

সকালে প্রধান অতিথি থেকে বাগেরহাট জেলা পর্যায়ের ‘৩৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৩’ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন তিনি। “জ্ঞান-বিজ্ঞান চর্চার মাঝে দেশের ভবিষ্যত” এ স্লোগান নিয়ে আজ থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি এ মেলা।

এবারের মেলায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে তা হল বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়, বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুল, কেবি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়, শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়, রহিমাবাদ মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, যদুনাথ স্কুল এন্ড কলেজ, কেজেএসপিইউ (রাজাপুর) মাধ্যমিক বিদ্যালয়, আল-ইসলাহ একাডেমি, ড. কুদরত-ই-খুদা বিজ্ঞান ক্লাব, আদর্শ বিজ্ঞান পরিষদ, প্রফুল্ল চন্দ্র বিজ্ঞান ক্লাব, সরকারী পিসি কলেজ, জাহানাবাদ বিজ্ঞান ক্লাব, আশ্রয় বিজ্ঞান ও পরিবেশ সংগঠন, মোড়েলগঞ্জ এবং দশানী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব ওবায়দুল রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার জনাব খোন্দকার রফিকুল ইসলাম।

সকাল ৯:৩০ টায় বিজ্ঞেন মেলা উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার স্বাধীনতা উদ্যানে ফিরে আসে শেষ হয়। এরপর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগেরহাট কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, মাজেদা বেগম কৃষি ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের অধ্যাপক শেখ বুলবুল কবির, বরেণ্য শিক্ষাবিদ মোজাফফর হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মোঃ রেজাউন নবী প্রমুখ।

অধ্যাপক বুলবুল কবির তার বক্তব্যের মাঝে বলেন “বাগেরহাট জেলা থেকে প্রথম বিজ্ঞান মেলায় বিভাগীয় পর্যায়ে খুলনায় যায় ৮ জনের একটি দল যেখানে তারা ৬ টি পুরস্কার লাভ করেন এবং পরবর্তিতে আরও সাফল্যের স্বাক্ষর রাখেন”। উদ্ভোদনী অনুষ্ঠানের উপস্থাপা করেন বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মুজিবুর রহমান।

পরিশেষে সভাপতি তার সমাপনি বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন। ঘোষনা করা হয় পরবর্তি ২ দিনের কর্মসূচি।

এরপর অতিথিবৃন্দ বিজ্ঞান মেলার ক্ষুদে বিজ্ঞানীদের সব স্টল গুল পরিদর্শন করেন। শুক্রবার  ২২ মার্চ সমাপনি অনুষ্ঠানে ও পরষ্কার বিতরনীর মধ্যদিয়ে শেষ হবে জেলা পর্যায়ের ৩দিনের এ বিজ্ঞান মেলা।

About ইনফো ডেস্ক