স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে জাল ভোট দেওয়ার দায়ে এক তরুণকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ মার্চ) দুপুরে সাড়ে ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হামেজিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় জাহিদুল নামে ওই তরুণ আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দয়।
দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম (১৮) উপজেলার ভাষান্দল গ্রামের সোবহান খলিফার ছেলে।
বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন জানান, আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় ওই কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ওই তরুণ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া ভোট কেন্দ্র মোবাইল ফোন ব্যবহারের দায়ে জাপা (জাতীয় পার্টি) প্রার্থী ও আওয়ামী লীগ কর্মীদের ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এদিকে নির্বাচনে প্রভাব বিস্তার, অনিয়ম ও কারচুপির অভিযোগে দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন জাপা প্রার্থী মো. আখতারুজ্জামান। নিজ বাড়িতে ডাকা সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুষ্ঠ নির্বাচন হবে এমন প্রত্যাশায় জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। তবে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে জাল ভোট প্রদানসহ নানা অনিয়োম ও কারচুপির কারনে নির্বাচন বর্জন করছি।
এইচ/এসআই/বিআই/০৬ মার্চ, ২০১৭
** উপনির্বাচন: শান্ত পরিবেশ, ভোটার উপস্থিতি কম
** ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচন সোমবার
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More