
ছেড়া-ছেড়া ভাসমান মেঘ
বিচ্ছিন্ন বিবিক্ত ব্রতহীন
ব্রতচারী কোথাও উধাও
দিকচিহ্নহীন দিশাহীন
দীন কালো কালো দু:খভারাক্রান্ত
মুখ ভাঙা দেহ নুয়ে পড়া
কর্মহীন কর্মযজ্ঞে যেন পশু
প্রাণিকুল ক্ষুধায় বিকৃত
বিশ্বমানচিত্রে ছড়িয়ে ছিটিয়ে
দেশান্তরে অভিবাসী জীর্ণ
পরাজিত ক্ষুব্ধ আদিবাসী
পাহাড়ে কন্দরে স্থলে জলে
মহাসমুদ্রের ঢেউয়ে চূর্ণ ;
আজ তারা একে একে দলে
অলৌকিক তাড়না নির্দেশে
একীভূত একত্রিত রাশিরাশি
মেঘে-মেঘে গর্জে ওঠে এই
বাংলার আকাশে;
শতকণ্ঠে গান ধরে শ্লোগানে শ্লোগানে
বিদ্যুৎ বহ্নিতে প্রভঞ্জনে
প্রাণিত আবেগে প্রকৃতির
একতানে ঐকতানে, মুখে
ব্রহ্মাণ্ডের মানব সংগীত
জয় হবে জয় আজ এই
পহেলা বৈশাখে, রাজপথে
ময়দানে, তৃণে, আগামির!
আকাশ উপচিয়ে মেঘ তাই
ইতিহাসে অন্যপৃষ্ঠা খোলে ।
এমরফিক/এসআইএইচ/বিআই/১৩ এপ্রিল ২০১৯
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More