ঈশ্বর তোমার দু’চোখে
অবিরত বৃষ্টির ধারা
সৃষ্টির মহা লীলায় মেতে উঠলো।
আমি নিকষ কালো আকাশ দেখে আনন্দ পাই বলে,
তোমার চোখের ওই
অপলক চাহনি টা
অমন আধার রাতের কালোর মত।
আমি হাতে হাত রেখে চলতে ভালবাসি বলে,
প্রভু আমার এই
হাতটি সমর্পিত করেছেন
তোমার ওই সুন্দর হাতটার উপর।
আমি তোমায় ভালবাসতে ভালবাসি বলে,
আমার সৃষ্টির পরে
প্রজাপতি গড়লো তোমায়
শুধু আমায় ভালোবাসার তরে।
স্বত্ব ও দায় লেখকের…
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More
