প্রচ্ছদ / লেখালেখি / শিল্প-সাহিত্য / কবিতা/ছড়া / দিনের আলো বা রাতের আধার – ঊর্মি মাহবুব

দিনের আলো বা রাতের আধার – ঊর্মি মাহবুব

আখির কান্না হয়তো দেখা যায়
দেখা যায় না হৃদয়ের রক্ত ক্ষরণ
তিল তিল করে নিঃশেষ হয়ে যাওয়া
একাকী ঘরে শ্বাসরুদ্ধ শেষ বেলায় পড়ন্ত বিকেল
আলোর খুজে ছুটে চলা।

আলোর পথপানে সময় বড় অল্প
সন্ধ্যা ঘনিয়ে আসে
আসে রাত্রির কালিমা
কলঙ্ক তিলক পরে রূপালী চাদের গায়ে ।

শিউলি মালারা এগিয়ে চলে
মুখশ পড়া হায়াানাদের ভিড় বাড়ে।
কোনো একদিকে জমে নর্তকির ঝুমুরের শ্বব্দ
অন্যদিকে নিভৃতে কেঁদে চলেছে কোনো গৃহবালা।

নিঝুম রাতের শেষ বেলায় ধুপ সাদা ভোরের আলো
আলোর খোজে ক্লান্ত পল্লীবালা
পালানোর পথ খোঁজে
মৃত্যুতে সে পথের সন্ধ্যান মেলে
মেলে মুক্তির আলোক শিখা
দিনের আলো বা রাতের আধার পল্লীবালাকে খুজে আর লাভ নেই
খুজে পাবে ওপারের সন্ধানে।

লেখক- ঊর্মি মাহবুব, সাংবাদিক।

About Bagerhat Info Blog