প্রচ্ছদ / লেখালেখি / শিল্প-সাহিত্য / কবিতা/ছড়া / আদর্শানুভূতি | রাজীব মীর

আদর্শানুভূতি | রাজীব মীর

akaআমারও কিন্তু অনুভূতি আছে অনুভাব হয়
আবেগ আনন্দ বিষাদ হর্ষ
আমারও আছে ব্যক্তি আদর্শ
তোমার সাথে সহজেই মিলবার নয়

আমারও কিন্তু অনুভূতি আছে অনুরাগ হয়
প্রেম ভালোবাসা স্লিভলেসে হাত
একসাথে থাকি সারাটা রাত
তোমার সাথে সহজেই মিলবার নয়

আমারও কিন্তু অনুভূতি আছে অপমান হয়
গান নাচ আর অভিনয়ে মাতি
উৎসবে পূজায় জ্বালাই মোমের বাতি
তোমার সাথে সহজেই মিলবার নয়

আমারও কিন্ত অনুভূতি আছে অনুবাদ হয়
চুল ছোট রাখি শার্টে বুক ঢাকি
চোখে কাজল ঠোটে রঙ মাখি
তোমার সাথে সহজেই মিলবার নয়

আমারও কিন্তু অনুভূতি আছে অনুযোগ হয়
সব তোমারই মত পৃথক একটুখানি
তবু সব কিছুতে তোমার আপত্তি, জানি
তোমার সাথে সহজেই মিলবার নয় ।

সকাল সন্ধ্যা বসন্ত বর্ষায়
করছো যা সব সম্মাণহানি হয়
আমার কী তবে এতটুকুনও অনুভূতি থাকবার নয় ?

রাজীব মীর
০২ সেপ্টেম্বর ২০১৪
লতিফ লেন, শুক্রাবাদ, ঢাকা।

স্বত্ব ও দায় লেখকের…

About Razib Mir