‘ক্লান্ত বিবেক’

image2রাত্রির গভিরতা আজ ও আমার বিবেক কে প্রশ্ন করে গভির ভাবে ?
পৃথিবী দিন দিন কত ই না তার রুপ বদল করে চলেছে ।
আর কত যে মুখোশ পরা মানুষ, তার নির্নয় না যানে এ পৃথিবী ।

সমাজ কুলষিত,
রাষ্ট্র দাসত্বের মরিচীকায় ডুবানো !
পশুর আঘাতে ব্যাথিত নারির দেহ,
পিতার হাতে সন্তান খুন ।
মাদক যুবক কে ধরিয়েছে কলমের বদলে ছুরি ।
সেই ছুরি আজ ও পিতার তপ্ত বুকে,
ঝড়িয়ে চলেছে গরম রক্তের স্রোত ।
আর এক মুঠো খাবারের অভাবে শিশুর চোখের জল ও আজ বড়োই ক্লান্ত ।

শকুনের চোখ আজ ও খুঁজে ফেরে অসনাক্ত লাশ,
হাঙ্গর রুপি মানুষেরা আজ মত্ত রক্তের সোধা গন্ধে ।
রক্ত চোষা জোক আজও নিরবেই রক্ত চুষে খাচ্ছে নিরন্ন মানুষের ।

এ তবে কি আমার-তোমার শত জনমের ব্যার্থতা নাকি অন্ধত্য ?
তবে কি আজও ছিবড়ে ছিবড়ে খাবে এই বাংলার বুক আসংখ্য হায়নার দল ?

উত্তর চাই ! কিন্তু কে দেবে এই উত্তর ?
এভাবেই রাত আরও গভির হয় !
তবু উত্তর দিতে নারাজ এই ক্লান্ত বিবেক ।

>Sadhin Rahman

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !