প্রচ্ছদ / লেখালেখি / শিল্প-সাহিত্য / কবিতা/ছড়া / মেঘ কান্না | স্বাধীন রহমান

মেঘ কান্না | স্বাধীন রহমান

image-Ruhitaহে কালো মেঘমালা, তোমাদের চোখে জল কেন?
তোমরা কি দেখেছো আমার হ্রদয়ের রক্ত ক্ষরন?
তোমরা কি দেখেছো আমার হ্রদয় বজ্রের মত আঘাতে হচ্ছে চৌচির?
তোমরা কি দেখেছো আমার কাক ভেজা এ নিথর মন?
তোমরা কি দেখেছিলে, আমার হ্রদয়ের সেই মরুভূমি?
তাই বুঝি আজ তুমি কাঁদছো অজরে, তোমার বজ্রের আঘাতে আঘাতে তুলছে ঝংকার এই হ্রদয়হীন পৃথিবীতে।
তোমার কান্না, তোমার বজ্রের ঝংকার আজীবন দেখবে পৃথিবী
শুধু থাকবো না আমি, দেখবে না কেউ আমি আর আমার নিথর হৃদয়।

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !