অরণ্য কথা…
গাড় সবুজ হোক ছাই রঙা শাড়ী টার পাড়!!!
এই অরণ্যে আসুক আবার আর একটা আষাঢ়!!
কাচের চুড়ি ভিজুক আবার হঠাৎ বরষায়
ঝিরিঝিরি ঠাণ্ডা হাওয়ায়
প্রজাপতি র আসা যাওয়ায়-
এই অরন্যে এসেই পড়ুক আরেকটা আষাঢ়!!!
এই অরন্যে আসুক না হয় আরেক টা আষাঢ়!!!
এক্কেবারে অচিন হয়ো
কিছুকাল দূরে থেকো
অকপটচিত্তে অনুনয় করি
কিছুটা আমায় ভুলে যেও
আর কখনও হবে না দেখা
এমন ভেবে উদাস হয়ো
সত্যি সত্যি এবার তুমি
এক্কেবারে অচিন হয়ো!!
কালে কালে এমনিতর
কিভাবে আকুল হয় নীল চাঁদোয়া
চাপা বউটা জানেনি সেকথা
মাথা তুলে চায়নি সে
মুখ ফুটে কয়নি কভু
বাতাসে কদমের গন্ধে ব্যাকুল
হতে গিয়েও থেমে গেছে সে বারংবার!!!!
শব্দান্তরণ
এখানে কিশোরী বেণি বেধে আকাশে চোখ রাখে
সাদা বক দল বেধে অকারনে নিয়মের ডানা মেলে
এখানে দেয়ালে চুপচাপ নোনা ধরে
মাঝে মাঝে পলেস্তারা খসে
নিয়মের অংকে পরিচিত গল্প বলে!
যাবতীয় সুরের গান তার সাথে
এমনকি ধুলো না পড়া তানপুরা
তাও তোমার ওখানে
তোমার দখলে!
হতে পারে কোথাও কিছু ছিল না কোনকালে!!!
যেমন ইচ্ছে
চেনা কবিতায় ভুল বানান টা থাকুক
তড়িঘড়ি মেঘ উড়ে যাক না!
অদ্ভুত পালক পড়ে থাকুক!
রুপালী ঘাসের বিছানায় দুপরটা হোক বিকেল
কাজল এর রঙ সেই কালো ই হোক না!
অবাক বালিকা রোদ্দুর ছায়া খেলুক!
প্রথম প্রহরে মেঘ জমে সেই প্রহরেই ঝড় উঠুক
শালিক এবার দোয়েল এর পাশেই বসুক
বাড়ি র বউ টা জেনেবুঝে বোকাই থাকুক!!
এসআইএইচ/বিআই/২৩ জুন, ২০১৬
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More