
ভালোবাসা, এমন বিবাগী;
আজ দেখি,প্রশান্ত বিকেলে,
ফুলের সাম্রাজ্যে রেণু রেণু
কোরকে পাপড়িতে বাজে ঘ্রাণ
অপার্থিব লৌকিক মধুর,
ঝরে যাবে বাতাসে ধুলোয়
মারা যাবে;ঘটে, ঘটে থাকে,
তাতে করে কী বা এসে যায়;
কোন সুদূরের পার থেকে,
এই ফিরে এল বনমালি
পাখি, কিংবদন্তি নয়,নীড়
বাঁধে কোন দেশে কোন বৃক্ষে
তমালের শাখে,বৃন্দাবনে;
‘দু’চারটে ভাঙন বা বানের
দুস্তর কবলে শাসানিতে
কিছুই হওয়ার নয় তার;
স্বপ্ন রেখা ধরে পায়ে পায়ে
বাঁয়ে রেখে বিষকাটারির
ঝোপ, ওই ওই জলে ভেজা
বনান্তরে বুনো জোছনায়
সমর্পিত, দু’ওষ্ঠের ফাঁকে,
কে যে হাসে, খলবল খল
আড় ভাঙে চরাচর ছেয়ে
আকাশে আকাশে ধ্যানমগ্ন
কে বাজায় গৌড়ীয়-মল্লার,
গুড়ি গুড়ি বৃষ্টি ঘনঘোর;
ভালোবাসা, বেজায় নাছোড়,
মেঘভাঙা রূপরানি চাঁদ,
লজ্জারাঙা; সে কার গোলাপ !
এমরফিক/এসআইএইচ/বিআই/২৬ এপ্রিল ২০১৯
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More