নষ্ট রাজনীতির
ভ্রষ্ট পথ যাত্রী মোরা,
নৌকায় নাই হাল-
পাতোর গোড়ায় পচন ধরেছে
ধানেতে নাই চাল।
…
লাঙ্গল-পাল্লা পাছ ধরেছে
পঁচন রোধে তাই
বোকা বোঝে মাপের ফাঁকি
লাঙ্গলে ভাত নাই।
জোট বেধে সব নামলো মাঠে
কাস্তে-লগি হাতে হাতে
পাত পেতে হায় রইলো বসে
মার্কা এবার এবার মারবে ঠেসে।
সব কিছু কি ভেস্তে গেল?
রানা প্লাজার ভবন ধ্বসে?
নিত্য নতুন খবর এলো
নতুন ফসল ঘরে তোলো।
চাপাবাজি আর চোগলখোরে
দেশটা বুঝি গেল ভোরে…
স্বত্ব ও দায় লেখকের…
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More