প্রচ্ছদ / খবর / অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

বাস ধর্মঘট শুরু: মালিক-শ্রমিক দের দাবি নসিমন, করিমন, বিআরটিসি’র বাস, মাহিন্দ্রা ও শ্যালো ইঞ্জিন যানবাহন চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট, হেফাজতের দাবি আগামী ৫মে তাদের কর্মসূচি ঠেকাতে এ ধর্মঘট।

খুলনার রূপসা বাসস্ট্যান্ডে গতকাল সকাল থেকে সব রুটে  অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। আজ থেকে বাগেরহাট-খুলনার ১৮ রুটে ধর্মঘট শুরু হয়েছে।

খুলনা জেলা বাস মিসিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে। অপরদিকে ধর্মঘট চললেও খুলনা-যশোর মহাসড়ক দিয়ে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের বাস চলাচল করতে পারবে। কিন্তু বন্ধ রয়েছে বাগেরহাট, পিরোজপুর ও খুলনা খেকে ঢাকা গামী বাস চলাচল।

সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে রূপসা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, রামপাল, মংলা, টেকেরহাট, শিকারপুর, গৌরনদী, মাওয়া, ঢাকা ও ফরিদপুর রুটে সব ধরনের বাস মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

এদিকে, এই ধর্মঘটকে হেফাজতের আগামী ৫ মের কর্মসূচি ঠেকাতে দেয়া হয়েছে বলে সংগঠনের খুলনার নেতারা অভিযোগ করেছেন। সংগঠনের স্থানীয় নেতা মাওলানা আবদুল্লাহ জানান, হেফাজতের কর্মীরা যাতে ঢাকা পৌঁছাতে না পারেন সে জন্য পরিবহণ ধর্মঘট দেয়া হয়েছে। তবে এভাবে কর্মসূটি ঠেকানো যাবে না বলে তিনি জানান।
০৪-০৫-২০১৩ ::ইনজামামুল হক, বাগেরহাট ইনফো ডটকম।

About ইনফো ডেস্ক