প্রচ্ছদ / লেখালেখি / শিল্প-সাহিত্য / কবিতা/ছড়া / ‘আমার বুকে কালবৈশাখী জড়’

‘আমার বুকে কালবৈশাখী জড়’

তোমার চোখের কাজলে সে কোন মায়া,
আমার হৃদয়ে ভেঁসে ওঠে তোমার ছাঁয়া।
কোন সে কায়া তোমার চোখে করছে লুটোপুটি
অষ্টপ্রহর, সকাল-বিকাল তোমাকে-ই দেখি।
উড়ন্ত পাখির ক্লান্ত পালক যখন ফেরে নীড়ে,
সূর্য তখন পশ্চিমে বসে আমায় দেখে হাসে ।
যখন আমি তোমায় ভেবে বিশ্ব করি জয়,
তখন তুমি আমার বুকে, হয়ে ওঠো কালবৈশাখী জড় ।

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !