বর্নমালায় নীতিকথা
~স্বরবর্ন~
অ
অসৎ সঙ্গ ভাল নয়
অসঙ্কারীর পতন হয়
আ
আলস্যকে করব জয়
জীবন হবে কর্মময়
ই
ইচ্ছে থাকলে উপায় হয়
এই কথা মিথ্যে নয়
ঈ
ঈর্ষা করা বড়ই লাজের
ঈর্ষা নয় কোনো কাজের
উ
উদার মনের মানুষ হব
সবার দুঃখে পাশে রব
ঊ
ঊষা রাঙায় সবার প্রান
ঊর্ধ্বে থাক দেশের মান
ঋ
ঋষিতুল্য গুরুজন
গুরুর সেবায় দিই মন
এ
একতা হল শক্তির মূল
একলা চলে করো না ভুল
ঐ
ঐশ্বর্য চাই জ্ঞানের আলোয়
থাকব আমি সবার ভালোয়
ও
ওষুধ খেলে অসুখ সারে
আর যাব না ওঝার দ্বারে
ঔ
ঔদ্ধত্য ভাল নয়
বিনয় দিয়ে করব জয়
~ব্যঞ্জনবর্ন~
ক
কটুকথা বলব না
কুপথে চলব না
খ
খাঁটি দুধে তৈরি ছানা
খেতে নেই কোনো মানা
গ
গর্ব কবি দেশের জন্য
ভালোবেসে হই ধন্য
ঘ
ঘৃনায় যা কখনো নয়
ভালবাসায় তা হয় জয়
ঙ
সঙ সেজে করছ ঢঙ
মেখে গায়ে নানা রঙ
চ
চতুরতা করা বারন
হতে পারে ক্ষতির কারন
ছ
ছবি দেখে পড়া শিখি
ছন্দে ছন্দে ছড়া লিখি
জ
জগত্ জুড়ে সেই তো ভালো
অন্ধকারে দেয় যে আলো
ঝ
ঝড়কে আর করিনা ভয়
সাহস দিয়ে করি যে জয়
ঞ
মিঞাভাই সজ্জন
চিরকালের অর্জন
ট
টাকা আয় বৈধ পথে
অন্যায় নয় কোনো মতে
ঠ
ঠকলেই শিক্ষা হয়
ঠক কখনো বন্ধু নয়
ড
ডরাই না ত মরনে
বীর শহীদের স্মরনে
ঢ
ঢাক বাজে ধুম ধুম
কারো চোখে নেই ঘুম
ণ
হরিণ থাকে সুন্দরবনে
দেখতে চল জনে জনে
ত
তত্ত্বকথা বলতে হলে
জ্ঞানার্জন প্রতি পলে
থ
থমথম করে মেঘ
থপথপ করে ভেক
দ
দুর্নীতিকে না বলো
সতপথে এগিয়ে চলো
ধ
ধনী কি আর তারে কয়
মানই যার নিজের নয়
ন
নিন্দা করা মন্দ কাজ
নিন্দুকের নেই তো লাজ
প
পরের জন্য করলে দান
বাঁচবে তবে হাজার প্রান
ফ
ফলেই হবে পরিচয়
কাজের মাঝে নিশ্চয়
ভ
ভয় নেই হারজিতে
পরাজয় মেনে নিতে
ম
মাতৃভুমি মায়ের মতন
সবাই মিলে করি যতন
য
যতনেই রতন জানি
এই কথা সদা মানি
র
রক্ষা করি জাতির মান
ন্যায়বিচারে সবাই সমান
ল
লজ্জা নেই শিখতে
সত্যি কথা লিখতে
শ
শপত নিলাম দৃপ্তহাতে
বাঁচার লড়াই একসাথে
ষ
ষোলকলায় পূর্ন চাঁদে
ষড়ঋতুর নিয়ম বাঁধা
স
সজ্জন দেখে সখ্য গড়ি
সততায় নিই হাতেখড়ি
হ
হঠকারীদের দিন শেষ
সবাই মিশে গড়ি দেশ
ক্ষ
ক্ষমার আলোয় দেখবে যখন
জীবনের পথ সহজ তখন
ড়
সুস্হ সুন্দর জীবন গড়ি
ন্যায়কে পথের সাথী করি
ঢ়
দৃঢ়তা থাক মনোবলে
হার মানো জিততে হলে
য়
আয়নায় দেখো নিজের ছবি
দিনের আলোয় যেমন রবি
ৎ
চিৎকারে কাজ হয় না সদাই
মিলেমিশে থাকবো সবাই
ং
অংশীদারের সমানাধিকার
লঙ্ঘন করো না মানবাধিকার
:
দুঃখ চিরসাথী হয়
মন যদি হয় আঁধারময়
ঁ
চাঁদের মেলা তারার সনে
বিলায় খুশি সবার মনে
সংগৃহত- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টি.আই.বি) প্রকাশনা
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More