প্রচ্ছদ / লেখালেখি / শিল্প-সাহিত্য / কবিতা/ছড়া / নিত্য চিত্তে জাগিছে হৃদয়

নিত্য চিত্তে জাগিছে হৃদয়

muktir pothikনিত্য তবো চিত্তে জাগিছে হৃদয়,
বিশ্ব ধরনীতে অপূর্ন যাহা তাই।
কৃশ আধারে শঙ্খের আওয়াজ জাগিলো যেথা হায়
তবো বিনিদ্র সে রজনী তাহার তরে পুরে হল ছাই।
হৃদয়ের সাথে আজি এ মন করিছে যেথা খেলা হায়
কত বিচিত্র সে হৃদয়, খুঁজে দেখো তাহা মাঝে আছে কি আমার ঠায়।
তবো এ প্রান আজ সখা উত্তোলিয়া উঠে ঐ মন দুয়ারে,
হৃদয় দুয়ার খুলে লও হে সখা তোমার ঐ বাহে আমারে।
কি বা আছে মোর ভালোবাসা ছাড়া দেবার তোমার তরে
দিয়েছি তা ও আজ র্সবশান্ত হয়ে।
তাই ইচ্ছা শুধুই সখা নেই বেশি কিছু চাওয়া,
হৃদয় মাঝে দিও একটু টায়, কথা না বলেই চুপ থাকবো সদা।

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !