সুন্দরীকে লুটে নিতে
হরিণীকে ছিঁড়ে খেতে
উদ্যত আজ হাজারো রাক্ষস;
এমনও নিদানের কালে
বনবিবি কোথায় তুমি?
রুদ্ররূপে আজ মা তুমি এসো।
অসহায় ব্যাঘ্রশাবক আমি
ঘোর সংকটে আজ আছি;
জননী আমার মরেছে আগেই
বুকে নিয়ে শিকারীর ক্ষত;
তুমি ছাড়া বনবিবি
ত্রিভুবনে আমার তো আর
আপন কেউ নাই।
এমন নিদান কালে
বনের বিলাপ শুনে,
বাঘশিশুটিরে, হরিণীর ছানাটিরে
ভালোবেসে আজ চলেছে লংমার্চ।
মিছিলের ক্লান্ত পায়ের নিবিড় প্রার্থনায়
বনবিবি, দয়াময়ী, সুন্দরবনের দেবী
আজ এসো মা-গো, রূপ ধরে
ঝড় হয়ে, বাণ হয়ে, শর হয়ে
এসো তুমি রাক্ষসের বুক বরাবার;
তারে তুমি বধ করো, ডুবিয়ে মারো,
তারে তুমি করো ছাড়খার।
লংমার্চ তোমার সঙ্গে আছে
আছে সাগরের কুমিড় ও হাঙর
আছে মৌয়ালের মন্ত্র ও দা
আছে এ নীলগ্রহের তীব্র আকুলতা;
বনবিবি, মা-গো, তুমি জাগো
সুন্দরবন হতে খেদাও রাক্ষস।
Afroja Shoma
২৬.০৯.১৩
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More