প্রচ্ছদ / খবর / বাগেরহাটের ছাত্রদলের সমাবেশ, মারামারির সময় আটক ২

বাগেরহাটের ছাত্রদলের সমাবেশ, মারামারির সময় আটক ২

বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ২৯ সেপ্টেম্বরের খুলনার জনসভা সফল করতে বাগেরহাটে জেলা ছাত্রদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি সুজা উদ্দিন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তৃতা করেন ছাত্রদলের কেন্দ্রিয় সহ-সভাপতি শফি মোহাম্মদ খাঁন, শেখ আব্দুল হালিম খোকন, নাজমুল হুদা চৌধুরী সাগর, জেলা বিএনপির সভাপতি এমএ সালাম, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী রেজা বাবুসহ জেলা বএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা অবিলম্বে  তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্ঠির জন্য সরকারের প্রতি আহবান জানান।
এদিকে সমাবেশ চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় নিজেদের মধ্যে মারামারির সময় দুই ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক কৃতরা হলেন, মংলা উপজেলার মাদ্রাসা রোডের মুনসুর শেখের ছেলে রাসেল শেখ (১৮) ও জলি হাওলাদারের ছেলে ইয়ার উদ্দিন হাওলাদার (২৪)।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির বাগেরহাট ইনফোকে জানান, দুপুরে ছাত্রদলের সমাবেশ চলাকালে নিজেদের মধ্যে মারামারি করে পালানোর সময় ২ ছাত্রদল কর্মীকে আটক করা হয়। এসময় আটকৃতরা ছাড়াও আরও ৩/৪ জন আহত হয়েছে বলে জানান তিনি।
আটক কৃতদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসময় তিনি জানান।
২৬ সেপ্টেম্বর ২০১৩ :: এসএম সোহান,
বাগেরহাট ইনফো ডটকম।।

এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক