প্রচ্ছদ / খবর / প্রত্নতত্ত্ব সংরক্ষন আইন উপেক্ষা করে ষাটগম্বুজ মসজিদের অন্ত:স্থলে জেলা প্রশাসনের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়জন

প্রত্নতত্ত্ব সংরক্ষন আইন উপেক্ষা করে ষাটগম্বুজ মসজিদের অন্ত:স্থলে জেলা প্রশাসনের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়জন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠানের জন্য পুরাকীর্তি সংরক্ষন আইন লঙ্ঘন করে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের অন্ত:স্থলে (কোর জোন) মঞ্চ নির্মাণ করা হয়েছে।
ShatGumbojশুক্রবার বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে এস্থানে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করেছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ শুকুর আলী, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন ও সদর আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, পুলিশ সুপার নিজামুল হক মোল্ল্যা, সিভিল সার্জন, ইউপি চেয়ারম্যানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্ত্তাব্যাক্তিদের অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসন পূরাকীর্ত্তি সংরক্ষনের নীতিমালার না মেনেই এ অনুষ্ঠানের আয়োজন করেছে বলে অভিযোগ উঠেছে।
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের সংরক্ষিত কমপেক্সে এ ভাবে আলোচনা সভা ও মাইক বাজানোয় প্রতœতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা ষাটগম্বুজের পূরাকীর্ত্তিগত বৈশিষ্ঠ্য ও ঐতিহ্য হারানোর আশংকা করছেন। এতে ষাটগম্বুজ মসজিদ তার ৬ শতাধিক বছরের পুরাকীর্তি বৈশিষ্ঠ্য হারাতে পারে বলে তারা আশংকা জানিয়েছেন।
এদিকে, বাগেরহাট প্রতœতাত্ত্বিক অধিদপ্তরের ফিল্ড অফিসার (চলতির দায়িত্বে) মো: গোলাম ফেরদৌস বাগেরহাট ইনফোকে জানান, এ বিষয় তিনি কিছুই জানেন না।
এক প্রশ্নের জবাবে কাষ্টোডিয়ান বলেন, জেলা প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত একটি সভায় তিনি উপস্থিত ছিলেন। তবে প্রত্নতত্ব বিভাগের কাছ থেকে এ অনুষ্ঠানের কোন অনুমতি দেয় নি।
প্রত্নতত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক মো: আব্দুল রাতেন বাগেরহাট ইনফোকে বলেন, জেলা প্রশাসক জেলার প্রধাণ নির্বাহী। তিনি এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করলে, আমার কি করার আছে !
তবে তিনি বিষয়টি মহা-পরিচালক বরাবরে অবহিত করেছেন বলে তিনি জানান।
প্রচলিত আইন ও প্রত্নতত্ত্ব আইন অনুযায়ী সংরক্ষিত এ এলাকায় কেউই এ ধরনের সভা বা উচ্চ শব্দ যন্ত্র ব্যবহার করতে পারেন না বলে তিনি মন্তব্য করেন।
এবিষয়ে নিয়ে বাগেরহাট ইনফো এর পক্ষ থেকে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং পর্যটন র‌্যালী ও আলোচনা অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক মো: ওবায়দুর রহমানের দৃষ্টি আকর্শন করলে তিনি বলেন, বিশ্ব ঐতিহ্য ষাট গুম্বজ মসজিদ যেহেতু পর্যটনের সাথে সম্পৃক্ত, তাই একে আরো উদ্ভাসিত করার লক্ষ্য নিয়েই ষাটগুম্বজ মসজিদ এলাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এসময় তিনি জানান, এ উপলক্ষ্যে আয়জিত মেলা, সাংকৃতিক অনুষ্ঠান, লাঠি খেলা ও ঢালী খেলার অনুষ্ঠানটি হবে অন্য মাঠে।

২৬ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ এডিটর,
বাগেরহাট ইনফো ডটকম।।

এসআইএইচ-/বিআই

About ইনফো ডেস্ক