প্রচ্ছদ / খবর / বর্ণাঢ্য আয়োজন বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস উৎযাপন

বর্ণাঢ্য আয়োজন বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস উৎযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। শুক্রবার সকালে বিশ্ব ঐতিহ্য বাগেরহাট ঘাটম্বুজ মসজিদ প্রাঙ্গনে আলোচনা সভার মধ্য দিয়েশুরু হয় এ আয়োজন।
BagerhatPhoto27.09.13এদিকে দিবসটি উপলক্ষে বাগেরহাটে এই প্রথম আয়জন করা হয়েছে ৩ দিন পর্যটন মেলা ।
বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোজোম্মল হোসেন সকালে এ আয়োজনের উদ্ধোধন করেন।
এর আগে শুক্রবার সকাল ১০টায় আয়োজিত আলোচলা সভায় জেলা প্রশাসক মু:শুকুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজোম্মল হোসেন, বাগেরহাটের অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ চন্দ রায়, ঘাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক প্রমুখ।
এসময় বক্তারা ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ বাগেরহাটের বিভিন্ন দর্শীনিয় স্থান সমূহ সংরক্ষন ও প্রচারের মাধ্যমে বিশ্ব বাসির কাছে তুলে ধরার আহ্ববান জানান।
আলচনা সভা শেষে ঐতিহাসিক ঘাটম্বুজ মসজিদ প্রাঙ্গন থেকে বের করা হয় একটি বর্নাঢ্য র‌্যালী। পরে র‌্যালীটি খানজাহান আলী মাজার মাঠের আয়োজিত পর্যটন মেলা প্রাঙ্গানে এসে শেষ হয়।
এসময় ফিকা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে প্রথম বারের মতো বাগেরহাটে আয়োজিত ৩ দিন ব্যাপী পর্যটন মেলার উদ্ধোধন করা হয়।

২৭ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক