সর্বশেষ

তুমি…

tumi

তুমি বৃষ্টিহীন বৈশাখী দিন
সন্ধা আকাশে সুখ তারা
তুমি নচিকেতার নীলাঞ্জনা
স্রোতহীন নদীর ধারা
তুমি আমার ভালোবাসা
প্রিয় গানের যত কলি
তোমার পরশে মুগ্ধ নয়নে
ভালবাসি, শুধু তোমাকে বলি*

তুমি জীবনানন্দের বনলতা সেন
গন্ধহীন কোন ফুল
তোমাকে ভালবেসে আমি
করি নিতো কোন ভুল
তুমি মিষ্টি কোন হিমেল হাওয়া
আমার হিয়ার মাঝে
আমার চোখে তোমায় দেখি
সকাল – বিকাল – সাঁঝে*

About Bayzed Hossain

This is Bayzed. It is enough to about me.

2 মন্তব্য

  1. ##
    ভাল বেসেছি
    পড়ে যে ফেসেছি
    #
    যেন কোন অজানায়
    নিজেকে ফেলি হারায়ে
    *
    অসাধারণ লাগল ভাই
    প্রেমে পড়ে গেলাম…..

  2. খুবই ভাল লাগল…..