ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আনন্দের এই আবহে খুশির বার্তা নিয়ে বাগেরহাটে শুরু হয়েছে পাঞ্জাবি মেলা।
ঈদকে সামনে রেখে দেশের অন্যতম ফ্যাশন হাউস ‘শামুক’ বাগেরহাটে বিশেষ এই পাঞ্জাবি মেলার আয়োজন করেছে।
মঙ্গলবার (২৮ জনু) থেকে শহরের পুরাতন কোর্ট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শুরু হওয়া মেলা চলবে চাঁদরাত পর্যন্ত।
ঈদ উপলক্ষে পোষাক প্রতিষ্ঠান শামুকে’র নতুন নকশা ও ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে এখানে। মেলায় মাত্র এক হাজার টাকায় আধুনিক ও রুচিশীল ডিজাইনের পাঞ্জাবি বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
চাঁদরাত পর্যন্ত এই বিশেষ মূল্যে মেলা থেকে পাঞ্জাবি কেনা যাবে বলে আয়োজকরা জানিয়েছেন।
বিজ্ঞপ্তি/এসআই/বিআই/২৮ জুন, ২০১৬
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More