প্রচ্ছদ / আরও... / শিশুদের ছবি আঁকার উৎসব

শিশুদের ছবি আঁকার উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

‘এসো আঁকি বাংলাদেশ’ স্নোগানে উৎসবমুখর পরিবেশে বাগেরহাটে শেষ হলো শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত অংকন উৎসব।

শুক্রবার (৭ এপ্রিল) বিকালে শহরের স্বাধীনতা উদ্যানে ছবি আঁকার এই উৎসবের আয়োজন করে বাগেরহাট প্রথম আলো বন্ধুসভা। আয়োজনের উদ্বোধন করেন বাগেরহাট বন্ধুসভার উপদেষ্টা ও বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ মুজিবুর রহমান।

শিশু-কিশোরদের চোখে স্বপ্নের বাংলাদেশ আঁকার প্রত্যয়ে নিয়ে উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবে তাদের ভাবনাগুলো। পুরো অনুষ্ঠান জুড়ে তাদের আঁকা ছবি আর গল্প, গান, কবিতা মাতিয়ে রাখে অংকন উৎসবকে।

সন্ধ্যায় উৎসবের অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতার তিনটি বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাগেরহাট বন্ধুসভার সভাপতি সাজ্জাদ হোসেন শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক শেখ মুজিবুর রহমান, বাগেরহাট উচ্চ বিদ্যালয়ের চারুকলা শিক্ষক শেখ কামরুল আলম, বাগেরহাট বন্ধুসভার সাধারণ সম্পাদক হাসিবুর রহমান প্রমুখ।

বিজ্ঞপ্তি//এসআই/বিআই/৭ এপ্রিল, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ