প্রচ্ছদ / আরও... / নিয়োগ বিজ্ঞপ্তি- ১৯ ডিসেম্বর ২০১৩

নিয়োগ বিজ্ঞপ্তি- ১৯ ডিসেম্বর ২০১৩

১৯ ডিসেম্বর ২০১৩, বৃহস্পতিবার, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-

১। আবশ্যক

বিধি মোতাবেক মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-বাবুগঞ্জ বাজার, উপজেলা-চিতলমারী, জেলা-বাগেরহাট-এর শূন্যপদে একজন সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) আবশ্যক। প্রয়োজনীয় কাগজপত্র ও ৫০০/- টাকার অফেরৎযোগ্য পোষ্টাল অর্ডারসহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে পৌঁছাতে হবে। “পুরুষ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই”

প্রধান শিক্ষক

২। নিয়োগ বিজ্ঞপ্তি (৩য় বার)

সরকারী বিধিমোতাবেক মাকড়াইল কে,কে,এস ইনষ্টিটিউশন লোহাগড়া নড়াইলে শূন্যপদে একজন সহকারী শিক্ষক (ইংরেজী) আবশ্যক। পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র, দুইকপি ছবি ও ৪০০/- টাকার ব্যাংক ড্রাফট (অফেরৎযোগ্য) সহ বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।

প্রধান শিক্ষক

৩। আবশ্যক (২য় বার)

ধ্যাখোলা ডি.এস ফাজিল মাদ্রাসা, ডাক-ধানখোলা, শর্শা, যশোরে সরকারী বিধিমোতাবেক শূন্যপদে সহকারী মৌলভী একজন মহিলা শিক্ষিকা আবশ্যক। আগ্রহী প্রার্থীগণ আগামী ৩১/১২/২০১৩ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন করুন।

অধ্যক্ষ

৪। খন্ডকালীন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, নিরালা আবাসিক এলাকা, খুলনা-এর জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চারু ও কারুকলা বিষয়ে পারদর্শী কমপক্ষে স্নাতক পাশ/বি.এফ.এ পাশ একজন খন্ডকালীন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। উক্ত শিক্ষকের এমপিওভুক্তির কোন সুযোগ নাই। বিদ্যালয় তহবিল থেকে মাসিক বেতন=৪৫০০/-(চার হাজার পাঁচশত) টাকা প্রদান করা হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, অন্যান্য সনদপত্রের সত্যায়িত কপি ও মোবাইল নম্বর উল্লেখসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ৩০/১২/২০১৩ইং তারিখের মধ্যে প্রধান শিক্ষক বরাবর পৌঁছাতে হবে।

প্রধান শিক্ষক

৫। আবশ্যক/নিয়োগ

রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়, গ্রাম ও ডাকঘর: রাজপাশা, উপজেলা: ভান্ডারিয়া, জেলা: পিরোজপুর-এর শূন্যপদে সরকারি বিধি মোতাবেক সহকারী শিক্ষক (গণিত ও সাধারণ বিজ্ঞান) ও সহকারী শিক্ষক (ইংরেজি) প্রতিপদে একজন করে আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ৫০০/- টাকার (অফেরৎযোগ্য) ব্যাংক ড্রাফট/নগদসহ সভাপতি বরাবরে আবেদন করুন।

সভাপতি
০১৭১২-৭৪১৬৯৫

৬। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষা মন্ত্রনালয় ও যশোর বোর্ড কর্তৃক অনুমোদিত কলেজ কোড-৩৫১১
সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, খুলনায় নিম্নোক্ত পদসমূহে জরুরী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

ক্র:নং পদের নাম পদের সংখ্যা বিষয় শিক্ষাগত যোগ্যতা বেতন
সহকারী শিক্ষক ১ জন ইংরেজি সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর/স্নাতকোত্তর বেতন আলোচনা সাপেক্ষে
সহকারী শিক্ষক ১ জন হিসাব বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর/স্নাতকোত্তর
সহকারী শিক্ষক ১ জন শারীরিক শিক্ষা যে কোন বিষয়ে স্নাতক ও বিপিএড ডিগ্রিধারী
সহকারী শিক্ষক ১ জন কম্পিউটার স্নাতক/ ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স
সহকারী শিক্ষক ১ জন কালচারাল যে কোন বিষয়ে স্নাতক (কালচারাল বিষয় অভিজ্ঞ)
আবাসিক শিক্ষখ ৩ জন (পুরুষ) যে কোন বিষয় যে কোন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর

** আগ্রহী প্রার্থীদের আগামী ২৬/১২/১৩ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে/ সরাসরি উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
** লিখিত ও মৌখিক পরীক্ষা ২৭/১২/১৩ তারিখ সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

উপাধ্যক্ষ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ
১২৯/ক, মজিদ স্নরণী, সোনাডাঙ্গা আ/এ, খুলনা  

৭। নিয়োগ বিজ্ঞপ্তি        উপকূলের সংগ্রামে বহমান

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ইউএসএআইডি-র অর্থায়নে এবং ওয়াল্ডফিশ বাংলাদেশের সহযোগিতায় “আকুয়াকালচার ফর ইনকাম এন্ড নিউট্রেশন” প্রকল্প বাগেরহাট ও পিরোজপুর জেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হইতে আবেদন আহবান করা হচ্ছে। নির্বাচিত প্রার্থীদের প্রকল্প এলাকা মোংলা, শরণখোলা, মোড়েলগঞ্জ ও পিরোজপুরে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে।

পদের নাম সম্ভাব্য পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বেতন ও অন্যান্য সুবিধা
ফিল্ড সুপারভাইজার (এফএস) ০৩ টি স্নাতক/ স্নাতকোত্তর পাশ-মাছ/ চিংড়ি চাষ কার্যক্রমে ৩ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে

-মোটরসাইকেল চালানোর দক্ষতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।

-কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে।

প্রকল্পের সার্ভিস রুল অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধাদি দেওয়া হবে।

আগ্রহী প্রাথীগণ নির্বাহী পরিচালক কোডেক বরাবর আবেদনপত্র, দুইকপি ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপিসহ আগামী ২৬/১২/২০১৩ তারিখের মধ্যে নিজ দায়িত্বে দরখাস্ত পৌঁছাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কোডেক প্রশিক্ষণ কেন্দ্র, গ্রাম-দড়িতালুক, (খালজাহান আলী মাজারের পাশে) বাগেরহাট-যাত্রাপুর সড়ক, বাগেরহাট। আবেদনপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। কোনো রকম অনুরোধ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, এই প্রকল্পে কর্মরত কর্মীগণও যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন।

চাকরির খবর পাতায় প্রকাশিত কোন বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপনের জন্য বাগেরহাট ইনফো ডটকম কর্তিপক্ষ দায়ী নয়। (প্রকাশিত বিজ্ঞপ্তি গুলো বিভিন্ন পত্র-পত্রিকার থেকে সংগৃহীত।) বিজ্ঞাপনের ভ্রল, ত্রুটি দেখা দিলে মূল বিজ্ঞাপন অনুসরন করার জন্য অনুরোধ করা হলো।

About Bagerhat Info Jobs