প্রচ্ছদ / আরও... / নিয়োগ বিজ্ঞপ্তি- ৩০ জানুয়ারী ২০১৪

নিয়োগ বিজ্ঞপ্তি- ৩০ জানুয়ারী ২০১৪

৩০ জানুয়ারী বৃহস্পতি দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-

১। আবশ্যক

খুলনা আলিয়া কামিল মাদরাসায় অস্থায়ী ভিত্তিতে ০২ (দুই) জন দারোয়ান আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে এক কপি ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি দরখাস্তের সাথে সংযুক্ত করে নিম্নঠিকানায় আবেদন করতে হবে। (অবসরপ্রাপ্ত আনসার/ সেনাবাহিনী/ নৌবাহিনী/ বিজিবি সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে)। বেতন আলোচনা সাপেক্ষ।

অধ্যক্ষ

খুলনা আলিয়া কামিল মাদরসা

৮৮, খানজাহান আলী রোড, খুলনা

২। নিয়োগ বিজ্ঞপ্তি (৩য় বার)

সরকারী বিধিমোতাবেক আবুবকর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, গৌরম্ভা, রামপাল, বাগেরহাটে শূন্যপদে একজন করে সহকারী শিক্ষক গণিত, সহকারী শিক্ষক কম্পিউটার ও সহকারী শিক্ষক শরীরচর্চা আবশ্যক। পুরুষ/ মহিলা উভয় আবেদন করতে পারবে। তবে মহিলাদের অগ্রাধিকার। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে নগদ ৩০০/= টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপার বরাবর আবেদন করতে হবে। পূর্বের আবেদনকারীদের আবেদনের প্রয়োজন নাই।

সুপার

০১৯১৬-৪৯১৪১২

৩। নিয়োগ বিজ্ঞপ্তি

সর্বশেষ সরকারী বিধি মোতাবেক সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, মোরেলগঞ্জ, বাগেরহাট-এ শূন্যপদে একজন অফিস সহকারী কাম হিসাব সহকারী নিয়োগ করা হবে। কম্পিউটার পারদর্শী আগ্র্রহী প্রার্থীদের ৫০০/- টাকার পোস্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন পৌছাতে হবে। উল্লেখ্য, পূর্বের আবেদনকারীদেরও পুন: আবেদন করতে হবে।

অধ্যক্ষ

৪। আবশ্যক (৩য় বার)

সরকারী বিধিমতে শূন্যপদে সহকারী মৌলভী দুইজন সহকারী শিক্ষক (বিজ্ঞান) একজন আবশ্যক নিবন্ধন/ ইনডেক্সধারী প্রার্থীগণ ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/ পোস্টাল অর্ডার ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট জমাদানের জন্য অনুরোধ করা হলো। পুরুষ প্রার্থীদের আবেদন নিস্প্রয়োজন।

অধ্যক্ষ

বরাশুলা শিশু সদন কমপেক্স

ক্যাডেট আলিম মাদ্রাসা

ডাক+জেলা-নড়াইল

৫। আবশ্যক

সর্বশেষ নিয়োগ বিধি মোতাবেক আলজামেয়াতুল ইসলামিয়া দাখিল মাদরাসা, লোহাগড়া, নড়াইলের জন্য শূন্যপদে একজন অফিস সহকারী আবশ্যক। আগ্রহী প্রার্থীকে কম্পিইউটার ও ই-মেইল পারদর্শি হতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ১০০০/= পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য) ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপার বরাবর আবেদন করুন।

সুপার

মোবাইল: ০১৭২০-৯০২৫৪৫

৬। নিয়োগ বিজ্ঞপ্তি

জেনারেশন-২ চিলড্রেন হোম মহেশ্বরপাশা বাজারস্থ কুয়েট দৌলতপুর, খুলনা এর অধীনে ৩ জন শিক্ষিকা আবশ্যক। প্রার্থীকে ২ কপি ছবি সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ অদ্য বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে ১। আবেদন করতে হবে।

অধ্যক্ষ

জেনারেশন-২ চিলড্রেন হোম

৭। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

একজন অভিজ্ঞ এক্সরে টেনিশিয়ান আবশ্যক। বেতন আলোচনা সাপেক্ষে। যোগাযোগ:

লাইফ ডায়গনষ্টিক সেন্টার

৫৬,৫৭ আহসান আহমেদ রোড, খুলনা।

মোবাইল: ০১৭১১-৩৪৫৬৭৯, ০১৭২২-৯৯২৯৯২

৮। নিয়োগ বিজ্ঞপ্তি

স্বাস্থ্য সেবায়-সবার আগে

গাজী মেডিকেল কলেজ হাসপতাল

এ, ১৯-২১ মজিদ সরণি, সোনাডাঙ্গা, খুলনা

ফোন: ০৪১-৭২২৫৬৮, ৭২৩৯৬৬, ৮১২৬০৮, ০১৭৭৯-১৯৭৬৪৫

নিয়োগ বিজ্ঞপ্তি

ক্র:নং পদের নাম শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
মেট্রন বাংলাদেশ নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী পাশ। ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আইটি অফিসার নেটওয়ার্কিং, সার্ভার, সফটওয়্যার, হার্ডওয়্যার, ওয়েবসাইট মেইনটেন্যান্স সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের কোর্স সম্পন্নকারী এবং বাস্তব কাজ করার অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
০৩ ল্যাব টেকনলজিষ্ট কাম অফিস সহকারী মেডিকেল এসিস্টেন্ট ডিপ্লোমা ইন ল্যাব টেকনোলজি (কম্পিউটার জানা, অভিজ্ঞ এবং রাষ্ট্রীয় চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞান অনুষদ থেকে পাশকৃতদের অগ্রাধিকার দেওয়া হবে)/ ম্যাটস পাশ
০৪

 

 

০৫

মার্কেটিং অফিসার

 

 

হাউজ কিপার (মহিলা)

এইচএসসি পাশ। মটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।  ড্রাইভিং লাইসেন্সধারী ও অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

এইচএসসি পাশ। অভিজ্ঞ এবং বয়স্কদের অগ্রাধিকার দেওয়া সার্বক্ষণিক থাকতে হবে।

০৬ ইলেকট্রিশিয়ান/ নিরাপত্তা কর্মী/ ওয়ার্ডবয়/ কুক/ ক্লিনার/ সুইপার অষ্টম শ্রেণী পাশ। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

দুই কপি ছবি, পূর্ণ জীব বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের কপি, নাগরিক সনদপত্র এবং ১ হতে ৪ নং পদ পর্যন্ত গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা এর নামে অফেরৎযোগ্য ২০০/- (দুইশত) টাকার পোস্টাল অর্ডার/ পেঅর্ডার-সহ আগামী ১৩-০২-২০১৪ ইং তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর বরাবর আবেদন করতে হবে। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে

সুপারিনটেনডেন্ট

গাজী মেডিকেল কলেজ হাসপাতাল

৯। নিয়োগ বিজ্ঞপ্তি

মংলা বন্দর কর্তৃপক্ষ

মংলা, বাগেরহাট

নং-মবক/ব্য(প্র:)/কর্ম/২৯৯(অংশ-২)/২০১৪-০১  জানুয়ারী, ২০১৪ খ্রি:।

নিয়োগ বিজ্ঞপ্তি

(শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য)

মংলা বন্দর কর্তৃপক্ষের অধীন সরাসরি নিয়োগযোগ্য নিম্নবর্ণিত পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে সাদা কাগজে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহবান করা যাইতেছে।

ক্রমিক নং পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যা বয়স নিয়োগবিধি অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা
এল.ডি.এ কাম- কম্পিউটার অপারেটর ৪৭০০-৯৭৪৫ ১৪ টি সর্বোচ্চ ৩০ বৎসর কমপক্ষে এইচ.এস.সি পাশসহ কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে Word processing/ Data Entry ও Typing ইত্যাদিতে ট্রেড সার্টিফিকেটসহ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকিতে হইবে।
ক্রেন হেলপার

হেলপার যান্ত্রিক ৪৪০০-৮৫৮০/-

০৩ টি সর্বোচ্চ ৩০ বৎসর অষ্টম শ্রেণী পাশসহ যান্ত্রিক/ তড়িৎ বিষয়ে ট্রেড সার্টিফিকেট। এসএসসি পাশ হইলে অগ্রাধিকার দেয়া হইবে।
সাব ষ্টেশন হেলপার (বিদ্যুৎ)

৪৪০০-৮৫৮০/-

০১ টি সর্বোচ্চ ৩০ বৎসর অষ্টম শ্রেণী পাশসহ যান্ত্রিক/ তড়িৎ বিষয়ে ট্রেড সার্টিফিকেট। এসএসসি পাশ হইলে অগ্রাধিকার দেয়া হইবে।
ভান্ডারী ৪২৫০-৮১৪০/- ০২ টি সর্বোচ্চ ৩০ বৎসর অষ্টম শ্রেণী পাশসহ এবং বন্ধন কার্যে বাস্তব অভিজ্ঞতা
  মোট ২০টি    

শর্তাবলী:

১। পদগুলো শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য সংরক্ষিত বিধায় কেবলমাত্র মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীগন পদগুলোর জন্য আবেদন করিতে পারিবেন। আবেদনপত্রে প্রার্থীর (ক) নাম (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) জন্ম তারিখ ও ২৩/২/২০১৪ ইং তারিখে বয়স (ঙ) স্থায়ী ঠিকানা (চ) বর্তমান ঠিকানা (ছ) শিক্ষাগত যোগ্যতা (জ) নিজ জেলা (ঝ) জাতীয়তা (ঞ) ধর্ম এবং (ট) অভিজ্ঞতা উল্লেখপূর্বক আনুসাঙ্গিক কাগজপত্রসহ স্বাক্ষরিত আবেদনপত্র আগামী ২৩/২/২০১৪ তারিখের মধ্যে পরিচালক (প্রশাসন), মংলা বন্দর কর্তৃপক্ষ, ডাকঘর: মংলা সাব পোষ্ট অফিস, জেলা-বাগেরহাট-৯৩৫১ এর দপ্তরে পৌছাইতে হইবে।

২। আবেদনপত্রের সাথে সদ্য তোল ৩(তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফপোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (যদি থাকে) দাখিল করিতে হইবে।

৩। দাখিলকৃত সকল সনদপত্রের পটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নামাঙ্কিত সীলমোহরসহ সত্যায়িত হইতে হইবে।

৪। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি দাখিল করিতে হইবে।

৫। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর এর নিকট হইতে নামাঙ্কিত সীলমোহরসহ স্বাক্ষরিত নাগরিকত্বের সনদপত্র এর মূল কপি দাখিল করিতে হইবে।

৬। মুক্তিযোদ্ধা কোটার (শহীদ মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধাদের সন্তান/ মুক্তিযোদ্ধাদের সন্তানের সন্তান) চাকুরী প্রার্থীকে ঐ কোটায় চাকুরীর যোগ্যতা সংক্রান্ত সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক) ফটোকপি সংযুক্ত করিতে হইবে।

৭। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কণ্যার পুত্র-কন্যা হিসেবে চাকুরী প্রার্থীকে চাকুরীর আবেদনপত্রের সহিত তাহাদের পিতার পিতা/ পিতার মাতা/ মাতার পিতা/ মাতার মাতা (প্রযোজ্য ক্ষেত্র্রে) এর মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট (যাহা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক) ফটোকপি সংযুক্ত করিতে হইবে।

৮। আবেদনকারী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হইলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট এর মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করিতে হইবে। সকল পদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা প্র্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বৎসর (শুধুমাত্র মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে প্রযোজ্য)

৯। সরকারী ও অন্যান্য সংস্থায় চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে।

১০। দরখাস্তের সাথে মংলা বন্দর কর্তৃপক্ষ, মংলা-এর অনুকূলে যে কোন তফসিলী ব্যাংক হইতে ১ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ১০০/- (একশত) টাকা এবং ০২, ০৩ ও ০৪ নং ক্রমিক বর্ণিত পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ব্যাংক ড্রাফট/ পে অর্ডার (অফেরতযোগ্য) প্রদান করিতে হইবে।

১১। যোগ্য প্রার্থীদেরকের পরীক্ষা অনুষ্ঠানের স্থান, তারিখ ও সময়সূচী আবেদনপত্রে প্রদত্ত বর্তমান ঠিকানায় যথাসময়ে ডাকযোগে পাঠানো হইবে।

১২। আবেদনপত্রে প্রদত্ত কোন তথ্যাদি ও সনদপত্র অসত্য বলিয়া প্রমাণিত হইলে ঐ আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।

১৩। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ঘষামাজা, কাটাছেড়া এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলিয়া গণ্য হইবে।

১৪। কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেক এই নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/ পরিবর্তন/ বাতিলের চুড়ান্ত ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

নং-মবক/বোওজস/জস/১৯৫

 

(হাওলাদার জাকির হোসেন)

পরিচালক (প্রশাসন)

মংলা বন্দর কর্তৃপক্ষ

About Bagerhat Info Jobs