পশ্চিম আফ্রিকায়, মহামারি আকারে ছড়িয়ে পড়েছে ইবোলো ভাইরাস। এর প্রভাব ছড়িয়ে পড়েছে আশে পাশের দেশগুলোতে। এরই পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপি জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
ইবোলো ভাইরাস লাইবেরিয়া, গায়েনা, সিয়েরা লিওন এবং নাইজেরিয়ায় ব্যাপক আকার ধারণ করেছে। ইবোলায় আক্রান্ত রুগিদের তীব্র জ্বর হয় আক্রান্ত মৃত্যুহার ৯০শতাংশ। বন্য প্রানী থেকে এই ভাইরাস প্রথমে মানুষে এবং পরবর্তিতে মানুষ থেকে মানুষে ছড়ায়। বিশেষ এক ধরনের বাঁদুরের শরীরে এই ভাইরাস সুপ্ত অবস্থায় থাকে। আক্রান্ত ব্যক্তির রক্ত না শরীরের অন্য তরল পদার্থের সংস্পর্শে এলে এই ভাইরাস এর সংক্রমন ঘটে।
বাংলাদেশে আপাতত এই রোগের ঝুঁকি নেই। ইবোলো প্রতিরোধে এবং এর সংক্রমন ঠেকাতে কোন কার্যকর ব্যবস্থা এখনো আবিস্কার হয়নি।
এদিকে ইবোলো ভাইরাস প্রতিরোধে সরকার দেশে ৯০ দিনের সতর্কতা জারি করেছে। এব্যাপারে দেশের সকল আন্তর্জাতিক বিমান, স্থল ও নৌ বন্দরে বিশেষ প্রতিরোধ মুলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এর অংশ হিসাবে বন্দর গুলোতে মেডিকেল টিম কাজ করেছে। তারা সন্দেহজনক কাউকে পেলে ইবোলোর পরীক্ষা করবে।
– ডা: শিব্বির আহমেদ
প্রাক্তন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সিনিয়র লেকচারার, ম্যাটস, বাগেরহাট।।
মেইল- drshibbir@yahoo.com
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More