ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুণ ঝামেলা ছাড়াই
Sakib Sadman Munna
22 October 2013
টেক.কম
204 পঠিত
আসসালামুয়ালাইকুম । bagerhatinfo.com এর সকল visitor দের জানাই আন্তরিক শুভেচ্ছা । আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে গিয়ে নানা ঝামেলায় পড়ি। আবার অনেকে ইউটিউব ভিডিও ডাউনলোডার, আই ডি এম বা এক্সেলেরেটর প্লাস ইত্যাদি ব্যাবহার করি । কিন্তু এসব ম্যানেজার ব্যবহার এর অসুবিধা হচ্ছে সেকেন্ডারি হোস্ট সিস্টেম ব্যবহার করার জন্য এগুলো ফাইল সাইজ কে ২০-২৫ মেগাবাইট বড় করে ফেলে।
বিশেষ করে যারা IDM ব্যবহার করেন তারা দেখবেন, IDM দিয়ে ইউটিউব থেকে ডাউনলোড করার সময় ফাইলটি যদি .flv হয় , তবে ok কিন্তু .mp4 হলেই দেখবেন ডাউনলোড শেষে ফাইলটির সাউন্ড গায়েব !!! আর ভিপিএন বা প্রক্সি ব্যাবহার ও যথেষ্ট ঝামেলা জনক কারণ streaming হয় কম কিন্তু buffering হয় বেশী। কি ঝামেলা বলুন তো !!! কিন্তু এসব ছাড়াই খুব সহজে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা সম্ভব । আজকে আমি আপনাদের দেখাব কিভাবে সরাসরি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয়।
১। প্রথমে ইউটিউব এ যান।
২। এরপর আপনার কাঙ্খিত ভিডিও সার্চ দিন এবং ওপেন করুন।
৩। এখন ইউ আর এল বক্স এ www. এর পর ss সংযুক্ত করে দিন। অতঃপর enter প্রেস করুন।
৪। হয়তো অনেকে যানেন না ইউটিউব এর ভিডিও Rapidshare এ হোস্টেড । এখন আপনি সেই পেজে চলে যাবেন এবং সরাসরি ডাউনলোড এর লিঙ্ক পাবেন।
সেই পেজ এ যাওয়ার পর অপেক্ষা করুণ এবং এর পর আপনি যে ফরম্যাটে চান শুধু ডান পাশের ফরম্যাটে ক্লিক করুণ। এখন মজা নিন সরাসরি ডাউনলোড এর যা চান তাই…
ভাল থাকবেন। পোস্টটি কাজে আসবে আশা করছি। আল্লাহ হাফেজ…।