প্রচ্ছদ / খবর / মংলায় ইউপি উপ-নির্বাচনে রাসেল বিজয়ী

মংলায় ইউপি উপ-নির্বাচনে রাসেল বিজয়ী

বাগেরহাটের মংলায় চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তালা প্রতীক নিয়ে শেখ শফিকুল ইসলাম রাসেল বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ।

বিজয়ী শেখ শফিকুল ইসলাম রাসেল পেয়েছেন ২ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গাজী আকবর হোসেন (জাহাজ) পেয়েছেন ২ হাজার ৩৯৯ ভোট।

মংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানীং অফিসার শেখ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

 শেখ শফিকুল ইসলাম রাসেল চিলা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান গাজী মোজাহারুল ইসলামের ছেলে।

রির্টানীং অফিসার শেখ জাকারিয়া জানান, ২০১৩ সালের ১৮ অক্টোবর চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী মোজাহারুল ইসলামের মৃত্যু হলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। চলতি বছরের ২৯ জানুয়ারী শূন্য পদে তফসীল ঘোষণা করা হয়। তফসীল অনুযায়ী ১ মার্চ নির্বাচনের দিন নির্ধারন করা হয়।

ইউনিয়নের মোট ভোটার ১২ হাজার ১৩৮জন। যাদের মধ্যে ৯ হাজার ৪৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রসংঙ্গত, এ নির্বাচনে বিএনপির ২ জন এবং আওয়ামীলীগের ৪ জন প্রতিদ্বন্ধিতা করছেন।

 

০১ মার্চ ২০১৪ :: নিউজরুম এডিটর,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজ ডেস্ক/বিআই

About ইনফো ডেস্ক