বাগেরহাটের সুগদ্ধি এলাকায় ট্রাকের ধাক্কায় মীম আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী নিহত ও তার ভাই আহত হয়েছেন।
সোমবার দুপুর আনুমানিক ১ টার দিকে সিন্ডবি বাজার ভায়া গিলাতলা অভ্যন্তরীণ সড়কের সুগদ্ধি নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহত মীম আক্তার জেলার ফকিরহাট উপজেলার পাইকপাড়া গ্রামের শমসের মল্লিকের মেয়ে এবং কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
দূর্ঘটনায় আহত মীমের ভাই ফরিদ মল্লিককে (২০) উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন শাহজাহান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, রামপালের গিলাতলা এলাকা থেকে মটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মীম ও তার ভাই। পথে সদর উপজেলার সুগন্ধি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পাশ দিয়ে উঠতে গিয়ে সাইডে ধাক্কা লেগে মটর সাইকেলটি রাস্তার খাদে পড়ে যায়।
এসময় মটর সাইকেলের পেছনে থাকা স্কুল ছাত্রী মীম পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তার ভাই ফরিদ।
আহত এবং নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এঘটনায় ট্রাক এবং ট্রাক চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More