প্রচ্ছদ / খবর / বাগেরহাটে জনগণের মুখোমুখি প্রার্থীরা

বাগেরহাটে জনগণের মুখোমুখি প্রার্থীরা

BagerhatPhoto-01(10-03-2014)৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী বাগেরহাট সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের উপস্থিতিতে সাধারণ ভোটাদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে বাগেরহাটে “জনগনের মুখোমুখি অুনষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আয়জিত ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠানে’ অংশ নেয় শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ীসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ সাধারণ ভোটারা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ (টিআইবি)’র পৃষ্ঠপোষকতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) বাগেরহাট এ আয়জন করে।

সনাক বাগেরহাটের সভাপতি এ্যাড: রাম কৃষ্ণ বসুর সভাপতিত্বে অনুষ্ঠনে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচনে অংশ গ্রহণকারী অধিক অংশ প্রার্থী।

অনুষ্ঠানে প্রার্থীরা তাদের বক্তব্যে উপজেলার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং নির্বাচিত হলে স্থানীয় সরকার কাঠামোতে ভবিষ্যতে দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকারকে শক্তিশালীকরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রার্থীরা এসময় উপস্থিত শ্রোতা-দর্শকদের নানাবিধ প্রশ্নের সরাসরি উত্তর দেন।

সবশেষ উপস্থিত প্রার্থী এবং ভোটারদের দুর্নীতিবিরোধী অঙ্গীকারনামা ও শপথবাক্য পাঠের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।

১০ মার্চ ২০১৪ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক