প্রচ্ছদ / খবর / স্থগিত কেন্দ্রে পড়েছে ৩৮ ভোট

স্থগিত কেন্দ্রে পড়েছে ৩৮ ভোট

উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ২৭ ফেব্র“য়ারির বাগেরহাটের ফকিরহাটে স্থগিত হওয়ার সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে ভোট গ্রহন শেষ হয়েছে।

Upzila-election2014(1)সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষে কেন্দ্রটিতে ৩ হাজার ৩৪ ভোটের মধ্যে ভোট পড়েছে মাত্র ৩৮ টি।

যার মধ্যে একটি ভোট বাতিল হয়েছে। বিএনপি সমর্থীতর প্রার্থী শেখ শরিফুল কালাম কারিম দোয়াত-কলম প্রতিকে পেয়েছেন ৩৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগ সমর্থীথ প্রার্থী সরদার নেয়ামত হোসেন (মটর সাইকেল) পেয়েছেন ১ ভোট।

সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পিজাইডিং অফিসার প্রনব কুমার ঘোষ বাগেরহাট ইনফোকে এ তথ্য নিশ্চত করেছেন।

এদিকে স্থগিত ওই কেন্দ্র ভোটগ্রহন শুরুর পর দুপুরে ফকিরহাট স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষনা দেন আ’লীগ সমর্তীথর প্রার্থী সরদার নেয়ামত হোসেন।

প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ফকিরহাট উপজেলার সাতসিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ এবং দুটি ব্যালট বাক্স পুড়িয়ে দেবার ঘটনায় ওই কেন্দ্রে ভোট গ্রাহণ স্থগিত করা হয় এবং আজ পুনরায় ভোটগ্রহন হয়।

১০ মার্চ ২০১৪ :: হেড অফ নিউজ,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম /বিআই

About ইনফো ডেস্ক