প্রচ্ছদ / খবর / বাগেরহাটে এসিড মামলায় ১০ জন খালাস

বাগেরহাটে এসিড মামলায় ১০ জন খালাস

বাগেরহাটে এসিড নিক্ষেপের একটি মামলায় দশ জনকে বেকসুল খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে বাগেরহাটের অতিরুক্ত জেলা ও দায়রা জজ ১ম আদলতের বিচারক এস এম সাইফুল ইসলাম এ রায় দেন।

রায়ে খালাস প্রাপ্তরা হলেন- উপজেলার দেয়াপাড়া এলাকার আ. মালেক শেখের ছেলে স্থানীয় ইউপি চেয়াম্যান আওয়াল শেখ, ওয়ালিদ শেখ, সাহেব আলী ফকিরের ছেলে মোস্তা ফকির, মৃত মনসুর হাওলাদালের ছেলে আকরাম হাওলাদার, মো. সামসুর রহমানের ছেলে শেখ সাদী, আলি হকের ছেলে কামরুল ইসলাম, ষষ্টি বর সরদার এর ছেলে তুষার সরদার, তে-কাটিয়া গ্রামের সৈয়দ খানের ছেলে মামুন খান, আবেদ আলী শেখের ছেলে আ. কাদের শেখ এবং মজিদ হাজরার ছেলে সেকেন্দার হাজরা।

মামলার প্রাথমিক তথ্য বিবরনী থেকে জানা যায়, ২০০৪ সালের ৩ এপ্রিল জেলার ফকিরহাট উপজেলার উৎকুল এলাকার আয়শা বেগমের মেয়ে কোহিনুর বেগমকে জোর পূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায় আসামীরা। এসময় বাধা দিতে গেলে তার পরিবারের লোকজনের উপর তারা এসিড নিক্ষেপ করে।

এসিড নিক্ষেপপরদিন কোহিনুর বেগমের মা আয়শা বেগম বাদী হয়ে ফকিরহাট থানায় মেয়েকে জোর পূর্বক ধরে নিয়ে ধর্ষণ চেষ্টার মামলা করে।

মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা তৎকালীন ওসি মতিয়ার রহমান ২০০৫ সালের ৮ অক্টবার আদালতে চুড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দালিল করেন।

আদালত মামলার দীর্ঘ্য শুনানিতে আট জন স্বাক্ষীর স্বাক্ষ শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় আজ এরই রায় প্রদান করেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বাগেরহাটের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং আসামী পক্ষে এ্যাডভোকেট আলী আকবার।

১২ মার্চ ২০১৪ :: নিউজরুম এডিটর,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ ডেস্ক/বিআই

About ইনফো ডেস্ক