বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারী দুই প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস.এইচ.এম সাবুল আক্তার (প্রতীক- চশমা) এবং বিএনপির সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন ফেরদৌসী (প্রতীক-হাঁস)।
তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মোরেলগঞ্জ পৌর এলাকায় লাগানো ওই দুই প্রার্থীর পোস্টারে ছাপাখানার নাম ও ছাপানোর তারিখ উল্লেখ না থাকায় বৃহষ্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এই জরিমানা প্রদান করেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নীং অফিসার মো. আব্দুল হালিম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা না মেনে পোস্টার ছাপানোয় ওই দুই প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অর্থদন্ডে দন্ডিত করেছেন।
উল্লেখ, আগামী ১৫ মার্চ শনিবার এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More