প্রচ্ছদ / খবর / ২৫১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

২৫১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বাগেরহাটে পাঁচ উপজেলার মোট ৩১৪ টি কেন্দ্রোর মধ্যে ২৫১ টি কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) বলে বিবেচনা করছে প্রশাসন।

বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, শরনখোলা, রামপাল ও মংলা উপজেলার ২৫১ টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রের মধ্যে ১৩১টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ (অথিক ঝুকিপূর্ণ) হিসাবে ধারা হচ্ছে।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার এই ৫ উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন।

বাগেরহাটের জেলা রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাবিবুল হক খান বাগেরহাট ইনফোকে জানান, নির্বাচন নির্বিঘ্ন করতে জেলার ৫টি উপজেলায় ১৩শ পুলিশের পাশাপাশি আনসার বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, নৌ-বাহিনী ও সেনাবাহিনীকে নিয়োজিত করা হয়েছে।

Upzila-election2014বাগেরহাটের জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা রুহুল আমিন মল্লিক সন্ধায় বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, এরই মধ্যে এসব উপজেলার কেন্দ্র গুলোর প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপার, সিল, কালি, ব্যালট বাক্স সরবরাহ করা হয়েছে। অধিক অংশ কেন্দ্র গুলোতে এরই মধ্যে নির্বাচন সমগ্রী পৌছে গেছে বলে জানান তিনি।

নির্বাচনে এই পাঁচ উপজেলায় মোট ভোটা ৬ লাখ ৫১ হাজার ৬৫১ জন।

১৪ মার্চ ২০১৪ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক