বাগেরহাটে পিকআপ এর ধাক্কায় মোটর সাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এসময় নিহতের স্ত্রী নাহার বেগম (৩৫) আহত হন।
সোমবার বিকেলে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের ফতেপুর নামকস্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের পিংগুড়িয়া গ্রামের আব্দুস সালাম মোল্লার ছেলে আল মামুন মোল্লা (৪২) এবং তাঁর ছেলে মোল্লা মারুফ হাসান রুপ (০৭)।
আর দুর্ঘটনায় গুরুতর আহত নাহার বেগমকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে নিহতের ভাতিজা মোল্লা মুরাদ হাসান বাগেরহাট ইনফোকে বলেন, ‘সোমবার সকালে খুলনার বাসা থেকে মামুন চাচা মোটরসাইকেলে করে চাচী ও চাচাতো ভাই মারুফকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। বাড়ি থেকে খুলনা বাসায় ফেরার পথে দূর্ঘটনার শিকার হন তারা।
নিহত মামুনের গ্রামের বাড়ি পিংগুড়িয়া হলেও তারা খুলনা মহানগরের টুটপাড়া এলাকায় বসবাস করতেন। তাঁর খুলনার রুপসা এলাকায় খাবারের হোটেল রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ মোটর সাইকেল আরোহী মামুনকে পেছন দিক দিয়ে ধাক্কা দিলে মোটর সাইকেলে থাকা তিন আরোহী পড়ে যান। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের সামনে থাকা মামুনের ছেলে মারুফ মারা যায়।
পরে স্থানীয় লোকজন মামুন ও তার স্ত্রীকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজম খাঁন বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চত করেছেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More