প্রচ্ছদ / খবর / শরণখোলায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৪ যুবক গ্রেপ্তার

শরণখোলায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৪ যুবক গ্রেপ্তার

বাগেরহাটের শরণখোলায় মাদক সেবন সময় দুই বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

areestসোমবার রাতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল বাদী হয়ে মোতালেব হোসেনসহ ৪ যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের ইসমাঈল তালুকদারের ছেলে মোতালেব হোসেন ওরফে বাপ্পারাজ (২৪), একই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে সুজন হাওলাদার (২০), জাকির হোসেন হাওলাদারের ছেলে মেহেদী হোসেন হাওলাদার (২১) এবং একই উপজেলার রায়েন্দা গ্রামের মো. ইব্রাহিম হাওলাদারের ছেলে মো. মাহমুদুল হাসান শাওন (২৬)।

এরমধ্যে মাহমুদুল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং মেহেদী হোসেন হাওলাদার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

শরণখোলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গাজী ইকবাল বাগেরহাট ইনফো ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে হাসপাতালে অভিযান চালিয়ে পরিত্যাক্ত একটি ভবন থেকে মাদক সেবনকালে ওই চারজনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

২২ এপ্রিল ২০১৪ :: মহিদুল ইসলাম, উপজেলা করেসপন্ডেন্ট
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক