প্রচ্ছদ / খবর / মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ২ মৌয়াল অপহৃত; গুলিবিদ্ধ ৩

মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ২ মৌয়াল অপহৃত; গুলিবিদ্ধ ৩

SundorBon-Honey-Collectionমুক্তিপণের দাবিতে সুন্দরবনে দুই মৌয়ালকে (মধু সংগ্রহকারী) অপহরণ এবং গুলি করে তিন জনকে আহত করেছে বনদস্যুরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।

আহতদের বৃহস্পতিবার সকালে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের আঃ মালেকের পুত্র সোহাগ (৩০), মানিকের পুত্র মাহবুব তালুকদার (৩৪), কাঞ্চন মিয়ার পুত্র লিটন (৩০)। এদের মধ্যে সোহাগের অবস্থা আশংঙ্কা জনক।

অপহৃতরা হলেন- একই গ্রামের আঃ রাজ্জাক ও রশীদ পেয়াদা। তাদের ২ লাখ টাকা মুক্তিপণের দাবীতে অপহরন বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধিন গুলিবিদ্ধ মৌয়ালদের সাথে কথা বলে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের বগী ষ্টেশন থেকে মধু আহরণে অনুমতি নিয়ে এক সপ্তাহ আগে তারা বনের কটকা এলাকায় যান।

বুধবার রাত ৮ টার দিকে তারা কটকা অফিসের কাছে যাবার পথে দস্যুরা তাদের নৌকার গতি রোধ করতে গুলি ছোড়ে। এতে তাদের হাত, পা ,কাধেঁ ও কোমরে গুলি লাগে।

সুন্দরবন পূর্ব বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আমীর হোসেন চেীধুরী বাগেরহাট ইনফো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

তিনি জানান, কোন বাহিনী গুলিতে তারা আহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায় নি। আহত মৌয়ালরা কটকা অফিসে আসলে বনবিভাগের লোকজন তাদের চিকিৎসার জন্য শরণখোলায় নিয়ে আসে। এঘটনার পর ওই এলাকায় বন বিভাগের টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

২৪ এপ্রিল ২০১৪ :: আরিফ সাওন, হেড অব নিউজ,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক