প্রচ্ছদ / খবর / বাগেরহাটের ফকিরহাটে গাঁজা গাছ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে গাঁজা গাছ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বিশাল আকৃতির দু’টি গাজা গাছ উদ্ধার করেছে ইউপি আইন শৃংখলা বিষয়ক স্ট্যাডিং কমিটি।

Bagerhat-pic-01(23-04-2014)বুধবার বিকালে উপজেলার অর্গানিক বেতাগার মাসকাটা সরকারী হালট হতে গাছ ২টি উর্দ্ধার করা হয়।

স্থানীয়রা এবং বেতাগা ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, মঙ্গলবার সকালে বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আইন র্শংখলা বিষয়ক স্ট্যাডিং কমিটির মাসিক সভায় জনৈক সদস্য গাজা গাছ চাষের বিষয়টি উত্থাপন করেন।

এর প্রেক্ষিতে স্ট্যাডিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান স্বপন দাশের নের্তৃত্বে সাবেক সেনা কর্মকর্তা ও কমিটির সদস্য মোঃ আব্দুল গফ্ফার শেখ, কমিটির সদস মোঃ আফজাল হোসেন ও দফাদার আবুল হোসেন প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ২ টি গাজা গাছ দুটি (প্রায় ৪কেজি) উদ্ধার করেন। পরে ফকিরহাট থানা পুলিশের কাছে গাছ দুটি হস্তান্তর করা হয়।

এদিকে, বুধবার দুপুরে উপজেলার বেতাগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাদেরডোন এলাকার উপজেলা নিবাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে একটি বাল্য বিবাহ পন্ড হয়েছে।

এলাকার শংকর দাশের অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে অপ্রাপ্ত বয়সে বাল্য বিবাহ দেওয়ার সময় ইউএনও মোঃ মাহবুবুর রহমান তা বন্ধ করে দেন।

২৩ এপ্রিল ২০১৪ :: পি কে অলোক, উপজেলা করেসপন্ডেন্ট
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক