বাগেরহাটের মংলায় জেলেদের মাছ ধরা জালে এক যুবকের বিকৃত লাশ উঠে এসেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শেলা নদীতে অজ্ঞাতপরিচয়ের ওই লাশটি পাওয়া যায়।
মংলা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাহাবুদ্দিন বাগেরহাট ইনফো ডটকমকে জানান, সকালে একদল জেলে শেলা নদীতে জালপেতে মাছ ধরার সময় মুখ বিকৃত যুবকের লাশটি খুঁজে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়।
তিনি আরো জানান, তার বয়স আনুমানিক ৩৮-৪০ বছরের মধ্যে। তার পরনে একটি লুঙ্গি ও লালচে কালারের জামা রয়েছে। সুরাতহালের সময় লাশের গোপন অঙ্গে একটি ক্ষতের চিহ্ন পাওয়া গেছে ।
মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী বাগেরহাট ইনফোকে জানান, লাশটির পরিচয় সনাক্ত করা যায় নি। ময়না তদন্তেন জন্য লাশটি বাগেরহাট মর্গে পাঠানো হবে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More