প্রচ্ছদ / খবর / সুন্দরবনে ৩টি হরিণের চামড়া ও মাংস জব্দ

সুন্দরবনে ৩টি হরিণের চামড়া ও মাংস জব্দ

সুন্দরনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য থেকে ৩টি হরিণের চামড়া ও ৫০ কেজি মাংস জব্দ করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পূর্ব সুন্দরনের কচিখালী অভয়ারণ্য ফরেষ্ট স্টেশনের ডিমের চর এলাকা থেকে বনবিভাগ এ মাংস ও চামড়া উদ্ধার করে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. কামাল আহমেদ হরিণের মাংস ও চামড়া জব্দ করার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে, এসময় কাউকে আটক করা যায়নি বলে জানায় বন বিভাগ।

পূর্ব সুন্দরনের কচিখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা (এসও) আবুল হাশেম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকেলে নিয়মিত টহলে ডিমের চর এলাকায় গেলে তাদের দেখে কয়েকজন চোরা শিকারী বনের মধ্যে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে দুটি বস্তায় রাখা ৫০ কেজি হরিণের মাংস ও ৩টি চামড়া জব্দ করা হয়।

পরে কোস্টগার্ড ও জেলেদের উপস্থিতে ওই মাংস ও চামড়া কচিখালী স্টেশন এলাকায় মাটিচাপা দেয়া হয় বলে তিনি জানান।

০৭ আগস্ট ২০১৪ :: মহিদুল ইসলাম, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক