প্রচ্ছদ / খবর / বাগেরহাটে সুপ্রিমকোর্টের বিচারপতিকে সংবর্ধনা

বাগেরহাটে সুপ্রিমকোর্টের বিচারপতিকে সংবর্ধনা

Bagerhat-Pic-02(28-08-14)বাগেরহাটে সুপ্রিমকোটের হাইকোর্ট বিভাগের বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদারকে সংবর্ধনা প্রদান করেছে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি।

বুধবার রাতে বাগেরহাট পুরাতন আইনজীবী সমিতির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট-৪ আসনের এমপি ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের এমপি হেপী বড়াল, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এসএম সাইফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শেখ আবু তাহের, জেলা প্রশাসক মো. শুকুর আলী, পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ওজিয়ার রহমান পিকলু প্রমূখ।

বক্তারা বলেন, বাগেরহাটের বিচার বিভাগ ও পুলিশ প্রশাসন সমন্বয়ের কারণে আইন-শৃংঙ্খলা অন্যান্য জেলার চেয়ে ভাল। জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বিচারপতির নিকট তাদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।

বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার প্রধান অতিথির বক্তৃতায় আইনজীবী সমিতির যৌক্তিক দাবী গুলো পর্যায়ক্রমে সমাধান  করার আশ্বাস দেন। এ সময়ে তিনি বলেন, আইনজীবী ও বিচারকগন একে অপরের সাথে ওঁৎপ্রোতভাবে জড়িত। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে হলে সমন্বয়ের বিকল্প নেই।

২৮ আগস্ট ২০১৪ :: আলী আকবর টুটুল, স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক