প্রচ্ছদ / খবর / পাঁচটি গরু ও গরু চোর !

পাঁচটি গরু ও গরু চোর !

Bagerhat-Imageবাগেরহাটের শ্রীঘাট এলাকা থেকে ৫টি গরু চুরি করে পালানোর সময় পিকআপসহ এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

শুক্রবার ভোরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট গ্রামে এই ঘটনা ঘটে।

এঘটনায় গরুর মালিক ওই এলাকার সাদেক আলী তিন জনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

সাদেক আলী বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, শুক্রবার ভোর ৫টার দিকে একদল চোর তার বাড়িতে ঢুকে গোয়াল ঘরে বেঁধে রাখা পাঁচটি গরু খুলে নিয়ে পিকআপে তোলে। এসময় ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া গ্রামের ২-৩ ব্যক্তি আমার বাড়ি সামনে গরুসহ পিকআপটি দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে তাদের ডাক-চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়ে চোরের দলটিকে ধাওয়া করে।

এসময় রেজাউল নামে এক যুবককে ধরে ফেলে তারা। বাকিরা পালিয়ে যায়। তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, রেজাউল করিম ফরাজী (৩৫) মাদারীপুর জেলার শিবচর উপজেলার লপ্তসরকারচর গ্রামের আব্দুল মান্নান ফরাজীর ছেলে।

এব্যাপারে বাগেরহাট মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার বাগেরহাট ইনফোকে বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এই চোর চক্রটি জেলার বাইরে থেকে বাগেরহাটে পিকআপ নিয়ে এসে গরু চুরি চেষ্টা করলে। স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে রেজাউল নামে এক ব্যক্তিকে ধরে ফেলে।

সকালে এলাকাবাসী তাঁকে পুলিশে সোপর্দ করেন।

তিনি আরো বলেন, বৃহষ্পতিবার রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলা থেকে পিকআপ নিয়ে ট্রাক ড্রাইভার ইশ্বরদীর সহিদ (৩৫), বরিশালের রাসেল (২৫) ও রেজাউল করিম ফরাজী ওই গ্রামে আসে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল স্বীকার করেছে। অন্যদের ধরার চেষ্টা করা হচ্ছে।

০৫ সেপ্টেম্বর ২০১৪ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক