প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ছাত্রলীগের তিন কমিটি বিলুপ্ত

বাগেরহাটে ছাত্রলীগের তিন কমিটি বিলুপ্ত

Shatro-Ligবাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের তিনটি কমিটি-কে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

শনিবার সন্ধায় বাগেরহাট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান হয়েছে।

বিলুপ্তকৃত কমিটি তিনটি হলো- কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগের জন্মস্থান মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগ, মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগ এবং মোরেলগঞ্জ এস.এম. কলেজ শাখা ছাত্রলীগ

জেলা ছাত্রলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিলুপ্তকৃত মোরেলগঞ্জের ছাত্রলীগের ওই তিনটি কমিটির দির্ঘ্য দিন কোন সাংগঠনিক কার্যক্রম না থাকার কারনে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এব্যাপারে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন বাগেরহাট ইনফো ডটকমকে জানান, দীর্ঘ দিন ধরে ওই কমিটি গুলো ছাত্রলীগের নীতি-আদর্শ বা জাতীয় কোন কর্মসুচি পালনসহ সাংগঠনিক কোন কার্যক্রমে অংশ গ্রহণ করছিলো না। এজন্য কমিটি গুলি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

সাংগঠনিক পূর্ণগঠনের লক্ষে যেসব ইউনিট এধরনের নিঃষ্কৃয় হয়ে গেছে পর্যায় ক্রমে সে গুলোর বিরুদ্ধেও ব্যাবস্থা গ্রহণ করা হবে। একই সাথে নতুন কমিটির মাধ্যমে ইউনিট গুলোকে চাঙ্গা করা হবে বলেন জনান তিনি।

০৬ সেপ্টেম্বর ২০১৪ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক