প্রচ্ছদ / খবর / জেলেদের পরিচয়পত্র প্রদান

জেলেদের পরিচয়পত্র প্রদান

সিডর ও আইলা বিধ্বস্ত উপকূলীয় জেলা বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য দপ্তরের উদ্যোগে ৬ সহস্ররাধীক জেলেকে পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিনে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ছাবুল আকতার, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা ইয়াকিন আলী, উপজেলার কৃষি কর্মকর্তা এইচ এম জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্যজীবি সমিতির সাংগঠনিক সম্পাদক আলামিন শেখ প্রমুখ।

উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে জাননো, হয়, মোরেলগঞ্জ উপজেলা ১৬ টি ইউনিয়নের ৬ হাজার ৪শ’ ৫৪ জন মৎস্যজীবিদের মাঝে পর্যায়ক্রমে আগামী ২০সেপ্টেম্বর পর্যন্ত এ কার্ড বিতরণ করা হবে।

এর পরিচয়পত্রের মাধ্যমে জেলেরা সরকারি সহযোগীতা আওতায় আসবে এবং বিভিন্ন সাহায্য সরাসরি জেলেদের কাছে পৌঁছান সম্ভব হবে বলে সভায় জানানো হয়।

০৬ সেপ্টেম্বর ২০১৪ :: উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক