প্রচ্ছদ / খবর / নীতিহীন কর্মকান্ডের অভিযোগে মহিলাসহ গ্রেপ্তার ৫

নীতিহীন কর্মকান্ডের অভিযোগে মহিলাসহ গ্রেপ্তার ৫

বাগেরহাটে নীতিহীন (অসামাজিক) কর্মকান্ডের অভিযোগে মহিলাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Bagerhat-Map-4রবিবার গভীর রাতে সদর উপেেজলার সুন্দরঘোনা গ্রামে অভিযান চালিয়ে খরিদ্দারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বহুল আলোচিত দম্পত্তি আম্মিয়া বেগম (৩৮) ও তার স্বামী আলমগীর হোসেন নেফিজ (৪৫), একই গ্রামের আয়ুব আলীর ছেলে আলামিন (৩৫), পিরোজপুর জেলা সদরের মাসেমপুর গ্রামের আব্দুল আজিজ শেখের মেয়ে ফাতেমা আক্তার রেশমা (১৯), নড়াইল জেলার বোয়াখালী গ্রামের আদিল উদ্দিনের মেয়ে মর্জিনা আকতার (২৫) ।

এদিকে, সোমবার সকালে অনৈতক কর্মকান্ডের প্রতিবাদে সুন্দরঘোনা এলাকাবাসি পুলিশ সুপার কার্যালয়ে এসে জড়ো হয়। পরে এলাকাবাসি পুলিশ সুপারের সাথে কথা বলে তাদের বিচার দাবী করেন এবং এলাকায় যাতে আর এধরনের কোন অনৈতিক ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বাগেরহাট ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে আম্বিয়া বেগম অসামাজিক ও অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে। এর ফলে এলাকার যুব সমাজ ও গ্রামের সামাজিক কর্মকান্ডের উপর বিরুপ প্রভাব বিস্তার করছে। এলাকাবাসির এমন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় ১৯৩৩ সালের নীতিহীন ব্যবসা দমন আইনের ৪(১)(খ)/১০(১) ধারায় বাগেরহাট মডেল থানায একটি মামলা দায়ের করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর ২০১৪ :: আলী আকবর টুটুল, স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক