বাগেরহাটের মোরেলগঞ্জে খালাতো ভাইয়ের পক্ষে পরীক্ষায় প্রক্সি দিতে এসে রাসেল হাওলাদার (২৩) নামে এক যুবক আটক হয়েছেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এসএসসি (SSC) প্রোগ্রামে মোরেলগঞ্জের এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২নং কক্ষ থেকে রাসেল তার খালাতো ভাইয়ের পক্ষে পরীক্ষায় প্রক্সি দেয়ার সময় আটক হন।
রাসেল হাওলাদার উপজেলার চরহোগলাবুনিয়া গ্রামের বারেক হাওলাদারের ছেলে।
শুক্রবার ওই কেন্দ্রের পরিদর্শক সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশিদ তাকে আটক করে।
মোঃ মামুনুর রশিদ বাগেহরাট ইনফোকে জানান, রাসেল ধরা পড়েও এসময় অপর দু’জন প্রক্সি পরীক্ষার্থী দৌড়ে পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন ১৯৮০ এর ৩ ধারায় সর্বনিম্ন ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে রাসেলকে জেল হাজতে পাঠায়।
রাসেল উত্তর সরালীয়া গ্রামের হোসেন আলী তালুকদারের ছেলে তার খালাত ভাই মিরাজ তালুকদারের হয়ে প্রবেশ পত্রে ছবি পরিবর্তন করে গনিত পরীক্ষায় অংশ গ্রহন করে বলে কক্ষ পরিদর্শক মোঃ খলিলুর রহমান জানান।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More