প্রচ্ছদ / খবর / বাংলাদেশের সমুদ্রসীমায় ১৪ ভারতীয় জেলে আটক

বাংলাদেশের সমুদ্রসীমায় ১৪ ভারতীয় জেলে আটক

BongopShagorবঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মৎস আহরণের অপরাধে ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বাংলাদেশের সমুদ্রসীমার অভ্যন্তর মাছ ধরার সময় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মংলা বন্দর থেকে ৭০ ন্যটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ট্রলারসহ ওই আটক করে নৌবাহিনীর সদস্যরা।

তবে, এ সময় ওই ট্রলারে কোনো মাছ পাওয়া যায়নি।

আটককৃত ভারতীয় জেলেদের বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন- ভারতের চব্বিশপরগনা জেলার কাকদ্বীপ উপজেলার কালিনগর পশ্চিম গঙ্গাধরপুর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে নিত্য বিশ্বাস (৪৫), একই গ্রামের গণেশ সরকারের ছেলে গোবিন্দ সরকার (৩২), অনিল বিশ্বাসের ছেলে পরাণ বিশ্বাস (২৬), তাপস বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (২৪), কানাই মান্নার ছেলে গোপাল মান্না (৩৪), মন্টু বিশ্বাসের ছেলে তরুন বিশ্বাস (৪০), পঞ্চ বিশ্বাসের ছেলে সুধান্ন বিশ্বাস (২৮), কার্ত্তিক হালদারের ছেলে সঞ্চিত হালদার (৩১), সুধীর বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (৩৫), কালিনগর তিলকচন্দ্রপুর গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে সঞ্জয় বিশ্বাস (৪৪), ঈশ্বরীপুর গ্রামের মুচিরাম দাসের ছেলে বিশ্বনাথ দাস (২৬), কালিনগর গ্রামের নিরঞ্জন বিশ্বাসের ছেলে নিমাই বিশ্বাস (২৮), ইদ্রজিত বিশ্বাসের ছেলে রামেশ্বর বিশ্বাস এবং একই জেলার কুনতলী উপজেলার শান্তিজান কলোনীর মুদ্রানগর গ্রামের ভগীরথ দাসের ছেলে প্রদীপ দাস (৪৩)।

মংলা থানার সেকেন্ড অফিসার (এসআই) উপ-পরিদর্শক মঞ্জুর এলাহী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, এফ বি দয়াময় নামের একটি ট্রলারসহ ওই ১৪ জেলে বাংলাদেশের জল সীমায় ঢুকে মাছ ধরছিলো। এ সময় জাল ও ইঞ্জিন চালিত নৌকাসহ তাদের আটক করে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

শুক্রবার আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

১৬ অক্টোবর ২০১৪ :: স্টাফ  ও স্পেশাল করেসপন্ডেন্ট,,
বাগেরহাট ইনফো ডটকম।।
এমএমএফ/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক