বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে সাত ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এসময় সরকারি জমি ও খাল দখল করে ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান নির্মান করার দায়ে ৫ ব্যবসায়ী, একটি বাড়ির মালিক ও এক রাজ মিস্ত্রীকে ১ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।
এছাড়াও পাবলিক ডিম্যান্ড রিকভারী আইনে একটি নির্মানাধীন বাড়ির মালিক জাহাঙ্গীর আলী শেখ, ব্যবসায়ী জাকির হাওলাদার ও আড়ৎদার তুজাম্বর আলী শেখ এর বিরুদ্ধে ২০ হাজার টাকার করে ক্ষতি পূরণ মামলা দায়ের করে ভ্রাম্যমান আদলত।
২৮ ডিসেম্বর ২০১৪ :: রাজীব আহ্সান রাজু, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এর/আই হক-এনআরএডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More